সাহিত্য বিবর্তনে ইতিহাসের পাতায়
প্রাচীন, মধ্য, আধুনিক যুগ তিনটি উজ্জ্বল  
বহু মূল্যবান কৃতি সাহিত্যে সমৃদ্ধ হয়েছিল          
সুর তাল গীত রাগের সমন্বয়ে চর্যাপদ রত্নফল ।


জটিলতার সংমিশ্রণে আখ্যায়িত সান্ধ্যভাষা
বৈষ্ণব, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্যের বিকিরণ  
উদ্ভাসিত মধ্যযুগ জাগিয়েছিল প্রাণের পরশ
চৈতন্যচরণামৃত, ভগবত অনুবাদ, মহাভারত, রামায়ণ ।


সাহিত্য সম্রাট বঙ্কিম হয়েছিল নবজাগরণের সূচক
পরম উপহার পেয়েছিল বাঙালী দুর্গেশনন্দিনী, কৃষ্ণকান্তের উইল  
শরৎচন্দ্রের ভাষায় উজ্জীবিত নারী সমাজ, মাইকেলের অমৃতাক্ষর ছন্দ  
বিশ্বকবি রবীন্দ্রনাথ এনেছিলেন প্রাণের পরশ, নজরুল জীবন্ত দলিল ।


বাংলা সাহিত্যের ক্রমবর্ধমান পরিমণ্ডলে
পূর্বসূরিদের সোপানে চড়ে চলেছে আধুনিক বিবর্তন
শরদিন্দু, আশাপূর্ণা, প্রতিভা, শক্তি, সুভাস, সুনীল
বাংলা সাহিত্যের ইতিহাসে জাগ্রত অপরিসীম মেলবন্ধন ।।


                    ***