মেঘের ধূসর আঁধার কালোয়
বর্ষা এলো, সুধার পরশ জাগিয়ে
নিবিড় পুলকে মন ভরে অনুভূতির আলোয়
আসছে সে যখন তখন হৃদয় কূল ছাপিয়ে ।


ঝম ঝম ঝম ঝুম ঝুম ঝুম নূপুর ধ্বনি
রিন রিন ঝিন ঝিন মিশ্র সুরের আমেজ
সিক্ত শরীরে প্রেমের আকুল বানী
সুস্নিগ্ধতায় জুড়ায় লাবন্যতার সতেজ ।


নদীর ছলছলানি কলকল আনন্দ উচ্ছলতা
কিশলয় উঠেছে ভরে সবুজ সোহাগে
জুঁই বেলি দোপাটি মালতী নব কুঁড়ির সানন্দ শ্যামলতা
কচি ধানের শীষের দোলা রাগ-বেহাগে ।


নীরব ভাবনায় হৃদয় মাঝারে
বুকে বাজে বেদন তাদের তরে
উড়ো ঝড়ে বৃষ্টির দাপটে নয়ন বারি ঝরে অঝোরে
ধরণী মাতা রাখে আপন মায়ায় ধরে তোমার করে ।।