ওগো প্রকৃতি মা –
তোমার স্নেহের ছায়ায়
প্রথম যে দিন পেলাম পরশ
বেড়েছি একটু একটু করে
তোমার অপরূপ মায়ায়,  
দিনের প্রথম ঊষার কিরণ
মনে প্রাণে জড়িয়ে
সবুজে সবুজে ফুলের হাসিতে
দিয়েছ অসীম মহিমায় ভরিয়ে,  
নদীর কল্লোলের তানে
ভরে ওঠে শত রাগ-রাগিণী
মুক্তাকাশে দুঃখ ভুলে
দেখি সুখের ছবি ।

মমতাময়ী মা-
তোমার স্নেহশীল
হৃদয়ের সৌরভ
বোঝে না অবুঝেরা
আজ তুমি হও
নির্দয়ের শিকার ?
ওগো প্রকৃতি মা, বলি-
মন সবুজ প্রান সবুজ
বেঁচে থাকার রঙ সবুজ
গাছ বাঁচাও জীবন বাঁচাও
ভরে তোল সবুজে সবুজ ।।
      ***
( পরিবেশ দিবসে নিবেদন )
      ***