তুমি চলে গেলে-  
একঝাঁক অভিমান নিয়ে
জলভরা চোখের কাতরতায়  
ভোরের শিশির কণায়
ভেজা নবীন ঘাসের কোণে ।


তুমি যখন ছিলে-  
একরাশ কৃষ্ণচূড়ার হাসি ছড়িয়ে
মধ্যাহ্নের রক্ত রবির ছটায়
অজস্র ভালবাসায় ঘেরা বেড়াজাল ছিঁড়ে
হারাতে নবদিগন্তের ওপারে ।


আবার তুমি আসবে বলে-  
গজিয়েছে একরাশ নব কিশলয়
রাতের আকাশ বাঁধন ছাড়া
তারা-মেঘের খেলায় মেতেছে
শাওন পূর্ণিমার চাঁদ ।


অতঃপর তুমি এলে-  
আলোর চাঁদরে একঝাঁক খেলার ছলে  
স্মৃতির পাহাড় বিদ্ধ করে সুখে দুঃখে  
হৃদয়ের উচ্ছ্বাসে নিজেকে রাঙিয়ে  
হাসির ফোয়ারায় নবযৌবনের খেলায় মেতে ।।