নবমীর রাতে ঢলে পড়ে চাঁদ
শিরশিরে হিমানী পরশে ভাসে বিষাদের সুর
বাপের বাড়ি ছেড়ে উমা যাবে শ্বশুর বাড়ি
কৈলাশ, পাহাড়ের উপর, সে অনেক দূর ।


আকাশ ঘেরা উদাসী বাউল বাতাস
মনের অলিন্দে করে আনাগোনা
টলটল করে ব্যাথাতুর আঁখিজল
পদ্মকলির হাসিমাখা ব্যাথা, নেই কারো দেখাশোনা ।


একটি বছর পর আসবে উমা আবার
তার তরে এবার সবার দিন গোনা
বরিষ ধারায় শান্তির পথ হবে মসৃণ
শুরু হবে শিউলি-সৌরভের অপেক্ষার জাল বোনা ।
                       ****