আছে আবালবৃদ্ধনিতার
মাথার উপর ত্রাতা
যে অদৃশ্যে বিশ্ব নিয়ন্ত্রণ করে
সেই পরম বিধাতা ।


যিনি বিরাজ করেন সকলের সুখে-দুখে  
হয়ে দাতা পরিত্রাতা কিংবা দ্রষ্টা
তিনি যা লিখে দেন কপালে
মেনে নিতে হয় সারা বিশ্বকে, তিনি স্রষ্টা ।


সর্বশান্তিতে যেমন বিরাজ করেন
তেমনই থাকেন উপস্থিত সর্বদুখে
সুপথের আশা কুপথের নেশার মালিক তিনি
কাউকে দরিদ্র, কাউকে রাখেন সর্বসুখে ।


তিনিই একমাত্র অদৃশ্য ঈশ্বর
যাঁর অঙ্গুলি হেলনে প্রতিষ্ঠিত জগৎ-সত্তা
জটিলতা অহংকার প্রাপ্তির আবর্তে রাখেন
সেই মোদের প্রাণের পরম বিধাতা ।