বৈচিত্রে মানব সমাজ, মানব আমি শ্রেষ্ঠ
জ্ঞান-বুদ্ধি প্রেম-প্রীতি আদর্শে তাহা স্পষ্ট ।
কখনো যদি হয় মানব-মতি ভ্রষ্ট
পশুর অধম হয় সে যে, আচরণে ধৃষ্ট ।
জাগো মানব, জাগাও মানবিকতার প্রাণ
রেখো সদা শ্রেষ্ঠত্য, করো মনুষ্যের কল্যাণ ।।