অন্তরের অলিন্দে একমুঠো মিঠে রোদ্দুর
সোনালী আঁচলে ছেয়ে যায় এক অচেনা কল্পনায়
অনুরাগের বাতাস আশায় বয়ে যায়
গাছ থেকে সদ্য ঝরে পড়া রক্ত শিমূলের  আলপনায় ।


কূহু কূহু রবে পিউ-কাঁহা ডেকে চলে
সদ্য হারানো বসন্তের মায়ায়
গণ্ডিপথের বেড়াজাল ভেদ করে
রোদ ঢাকে বোশেখি মেঘের ছায়ায় ।
  
জয়ধ্বজা উড়িয়ে আসে কালবোশেখি
নতুন পরশের আভিজাত্য মাখানো ভালোবাসায়
রাগ রাগিণীর সংমিশ্রণে ওঠে নতুন ঐক্যতান
বাঁশির সুর ভেসে আসে বহু দূর হতে অনন্য আশায় ।