পলাশ হাওয়ায় রঙিন তানে
দু’জন ভাসি নতুন গানে
বনে বনে ছড়িয়ে সুর
রোদের খেলায় ভাসি বহুদূর ।


দীঘির জলে মধুর দোলে
কিশলয়ের নব হিন্দোলে
কুহু কুহু কুহু কোকিলের রবে
রাধাচূড়া-কৃষ্ণচূড়ার ডালে মাতি সবে ।


রঙিন মনে আঁচলের ছায়ায়
আবেশ আর মুগ্ধতার আনন্দ মায়ায়
মুক্ত আকাশে বিলিয়ে ভালোবাসা
হাতে হাত রেখে গড়ি শুভ চেতনার আশা ।


খুশির পরশে প্রাণের হরষে
ঝরে বসন্তের বারি উত্তাল বরষে
প্রকৃতি-ক্যানভাসে ফুটিয়ে গোলাপ ফুল
বসন্তের ছোঁয়ায় অনুভব করি পলাশ দোদুল ।।