বসন্তের ফাগুন
লাগিয়েছে আগুন
পলাশ শিমুলের বনে
পিউ কাহা গায় মনের গহনে
নীল আকাশের বুকে
সাদা মেঘ খেলে বেড়ায় বড় সুখে
সবুজ ধানে ঢেউয়ের দোলে
দাড় টেনে মাঝি সুর বাঁধে নতুন বোলে
সাতরঙা আবিরের ছন্দে
আবাল বৃদ্ধবনিতা ভাসে আনন্দে
ভেদাভেদ ভুলে তাই
নব উচ্ছ্বাসে সম্প্রীতির গান গাই ।।