বসন্তের শেষে
সেই গোধূলি বেলায়
দু’জনে দাঁড়িয়ে ছিলেম
ছোট্ট নদীর পাড়ে,
  
সূর্যাস্তের শেষ ছবি
প্রতিফলিত হয়েছিল নদীর ছায়ায়
সন্ধ্যার সন্ধিক্ষণে পরিযায়ী পাখিরা
কিচির মিচির শব্দে উড়েছিল বাসায়,


মৃদু সমীরণের আনা গোনায়  
দূরে ছোট্ট ডিঙির ছলাৎ ছলাৎ-এ
আলো-আঁধারীর খেলায়
ডুবেছিল মন বিমুগ্ধ বেলায়,  


হঠাৎ চাঁদের একফালি আলো
নদীর জলে ভেসে উঠতেই
ভাঙল চমক, তুমি নেই  
বসন্ত বুঝি শেষ এই গোধূলি বেলায় ।।