বসন্তের শেষ ছটায়
ঝরা পাতার শুকনো মালা
আলিঙ্গন করে গলে গলে  
কানে কানে বলে বিদায়ের পালা,  


মন খারাপের দুপুর
তপ্ত বোশেখেও কোকিলের সুর  
একাকি বিরহিণী ডেকে যায়
দূর হতে বহু দূর,
  
হৃদয়ে গেঁথে চলে প্রেমের মায়ার ছন্দ
বিচিত্র খেয়ালি মন আঁকে সুখ-জল্পনা  
রাখালিয়া বাঁশির তানে ছোটে সুখের দ্বন্দ্ব
নীরবে নিভৃতে ভেসে চলে বাসন্তী-কল্পনা,                                                        


মিষ্টি কোকিলের কুহু কুহু ডাক, রঙিন ফুলের সুবাস  
এলোমেলো হয়ে যায় ধুলোর ঝড়ে
বসন্তের শেষ ছটায় তাকে ধরে রাখা বৃথা
শুধু সান্ত্বনা তখনও সে আবৃত এক চিলতে বসন্তের ঘরে ।।