কৃষ্ণচূড়া, করিস না অভিমান
রাধাচূড়া না হয় হয়েছে আজ
একটু পরকীয়া-প্রাণ,  
তুই যে আপলক দৃষ্টিতে দেখিস
মিটি মিটি হাসিস
আর পলাশের অপরূপতায় ভাসিস !

কৃষ্ণচূড়া, পলাশের দেহ সুধায়
নিজেকে যখন হারাস
রাধাচূড়া থাকে না তো কোন দ্বিধায় !
বসন্তের উন্মাদনায় রক্ত শিমুলের দোলে
গোপনে শুধু বীতরাগ রেখে
আজ সে দিয়েছে সাড়া নতুন বোলে ।  


প্রেমের আগুনে সবাই আনমনা
ভুবন মেতেছে অনন্য হাসির ভোলে
কোন ঘাটে তরী ভিড়বে মননে শুধুই উন্মনা,  
খুঁজে খুঁজে মরিস না সারা বন  
গোধূলির শেষ বেলায় ফিরবে সে
আবার হবে তোর আপন ।।