তোমার আঙিনায় ছড়িয়ে দিলেম
একমুঠো রোদ্দুর
খুশির দিগন্তে হারিয়ে
দুটি মন চলে যায় ঐ সুদূর,
মেঘের আঁচলের ছায়ায়
কখন যে হয়ে গেল আঁধার
ভাসলেম ওড়ার খেলায়
দু’জন দু’জনকে খুঁজে পাবার,  
আঁধার মাখানো প্রেমের বন্যা
ছুটে চলে বাঁধ ভাঙ্গা প্লাবনে
বৃষ্টি ধোঁয়া আকাশে খেলে চলি
রকমারি প্রয়াসের উদযাপনে,
সারা আকাশে ঝলকায় তখন  
সাতরঙা রামধনুর ঝিকমিকানি
দু’জনের ভালবাসা ডানা মেলে
উড়ন্ত রঙে আসমানী ।।