বসন্তের রঙে রাঙানো পলাশ শিমূল কৃষ্ণচূড়া
পাশে তার অনেক রঙিন ফুলের মেলা
বনে ফোটে তারা ছোট বড় মাঝারি উজ্জ্বল রূপেতে        
সকাল দুপুর বিকাল উচ্ছল সদা, ক্লান্তি নেই সারাবেলা ।


কখনো ঘাসের বুকে দেয় মধুর উঁকি
বুনো-হাস্নুহানা বন-মল্লিকার গন্ধভরা হাসি
কখনো সাঁঝের আঁধারে বন মাতিয়ে
সজল নয়নে বলে চলে অব্যক্ত কথার রাশি ।  


দেখতে নয় কেউ খারাপ তারা
সবুজ সাদা নীল বেগুনী হলুদ লাল
তবু সৌন্দর্যের কদর না পেয়ে  
নিভৃতে বুনে চলে অভিমানের জাল ।  


যদি তারা একটু ভালোবাসা পায়
পায় মর্যাদার প্রাপ্য মান
সৌরভের আকুলতায় মন ভরিয়ে
অন্তর গেয়ে যাবে তাদের জীবনের জয়গান ।।


           ***