তুমি আজও আছ, অবিস্মরণীয় সৃষ্টি সুধায়
সর্ব জনমনে “বরিষ শান্তি ধারায়”,
এ মরণ নয় তো মরণ, জীবিত ঈশ্বর বরে
অপূর্ব রায়, অপু এখনো জীবিত ঘরে ঘরে,
আপন করে সবাই মুখে একই কথা কয়
'ফেলুদা' তো চিরন্তন একজনই হয়,
সৌমিত্র অমর প্রতিটি বাঙালীর মনে
'অপরাজিত' সে, নিজ কর্ম গুণে,
স্মিতহাস্য অভিনয়, কবিতা আবৃত্তির মেধায়
ভরিয়েছে হৃদয়, বাংলা নেই কোন দ্বিধায় ।।