প্রাক যৌবনা বসন্ত
এসে গেছে কৃষ্ণচূড়া-রাধাচূড়ার গাছে,
প্রতিদিনের মতো আশা ছিল
আজও হবে আলোঝলমলে আকাশ,  
ভোরের দরজা খুলেই বিমর্ষতার নিদর্শনে
ঢেকে গেল সারা মুখ-বয়ব,
রোদ্দুরের প্রলেপে নেই ঔজ্জ্বল্য  
সারা আকাশ ধোঁয়াশায় আচ্ছন্ন,
অংশত দৃশ্যমান কৃষ্ণচূড়া-রাধাচূড়া
তবুও জানান দেয় এক অদৃশ্যমান প্রেমের রোশনাই,
ভোরের মন আকর্ষিত হল
অদ্ভুত ভালোলাগায় অদ্ভুত ভালোবাসায়,  
প্রাক যৌবনা বসন্তের প্রেম
হয়তঃ খেলছে তার লজ্জা ঢাকার খেলা ।।