মনের সুখে ভেসে চলি দিগন্ত থেকে দিগন্তে
ডানায় ভর করে নিরীক্ষণ করি  
পৃথিবীর অদ্ভুত রূপ-রঙের আড়ালে
লুকিয়ে থাকা বিবর্ণতার চিত্র-কাহিনী,
কোথাও বুভুক্ষু মানুষের ঢল
কোথাও ধর্মান্ধতার মিছিল
কোথাও বিকৃত লালসার শিকার
কোথাও শব-মিছিল,
এ-সব দেখে বলতে ইচ্ছে করে
তোরা মরে মরে খাগ হয়ে যা
আমি বেঁচে থাকি মনের সুখে
তোদের দেওয়া অন্ন খেয়ে দিগন্ত থেকে দিগন্তে ।