পুষ্প ডাকে আয় বসন্ত
আয়রে প্রিয় অলি
মনের আনন্দে কাটে দিনান্ত
ভালোবাসার কথা কারে বলি ।


প্রজাপতি ওড়ে বন-বনান্তে
পিউ-কাঁহা গায় কুহু কুহু গানের কলি
শিমূল-পলাশ হাতছানি দেয় বহু দূর-দূরান্তে
কৃষ্ণচূড়া-রাধাচূড়ার প্রেমের কথা কারে বলি ।


নদীর জল করে কলকল
নীল আকাশে সাদা মেঘের অঞ্জলি
তরী বেয়ে আসছে মাঝি করে ছলছল
আকাশ নদীর মিলনের কথা কারে বলি ।।