এক মুঠো মেঘ
বারে বারে উঁকি দেয় অদূরে  
চুপি চুপি এসে কড়া নাড়ে
মনের অন্তঃপুরে,


অভিমানী মন নিয়ে সে
ছড়িয়ে দেয় কত রঙের খেলা  
কখনো খুঁজে পায় তার ভালবাসা
আবার কখনো বীতরাগের ভেলা,


সাদা পালকের দোলে  
এলোমেলো পাগল হাওয়া বয়ে যায় সুদূরে  
নীল আকাশের গভীর বুকে
জড়িবুটি গায়ে মাখে সোনালী রোদ্দুরে,


কখনো কালো, কখনো শ্বেত শুভ্র
কখনো গোধূলি সিঁদুরের আচ্ছন্নতা
একই অঙ্গে কত রঙের মূর্ছনা
পাগল হৃদয়ে ভেসে চলে শুধুই বিহ্বলতা,  

ভেসে চলি তার সাথে নিয়ে প্রাণের সুর  
প্রেমের উদ্যমে বলি তোমায় ভালবাসি
মনের অন্তঃপুরে বিরাজ করো  
তুমি আমারই জীবন-মরণের ‘উদাসী’ ।।