ত্রিনয়নী সবংসহা ওগো মা
এসো কাশ ফুলের দোলায়  
এসো ঝরা শিউলি ভেজা শিশিরে
এসো শ্বেত-শুভ্র মেঘের মদিরায় ।  

আনয়ন করি তোমায় ঘরে
বরণডালায় করে বরণ
ধূপ-ধূনা কাশর-ঘণ্টা শঙ্খধ্বনির মাঝে
সবে মিলি করি তোমায় স্মরণ ।


পুস্প-চন্দন ভরি অঞ্জলি সঁপি
আলোয় ভরা তোমার ত্রিনয়নে  
আকাশে বাতাসে সাগরের উজানে  
উচ্ছাস পূর্ণতা পাবে সুখ-দুঃখের মহামিলনে ।


ভরিয়ে দিও শান্তির পরশ
সবার মনে প্রাণে
ভেদাভেদ ভুলিয়ে মিলিয়ে দিও
একই ধ্যানে, একই জ্ঞানে ।।