ঝির ঝিরে ঠাণ্ডা হাওয়া
কানে কানে বলে যায় –
‘আমি আসছি অনেক বাধা কাটিয়ে  
ভালোবাসা-পরশের বায়’ ।


আসন্ন ফাগুনের রক্তিম পলাশে
মনের আকাশ ভরবে রক্তিমতায়
সাতরঙা আবিরের ছটায়
দুটি হৃদয়ের কানাকানি হবে মধুরতায় ।


তটিনীর কলধ্বনিতে এঁকে যাবে
সোনাঝরা রোদ্দুরের আলপনা
লাল-হলুদ কৃষ্ণচূড়া-রাধাচূড়ার অভিমান
মিলে মিশে পাগল হয়ে যাবে সব স্বপ্নের কল্পনা ।।