ফলের রাজা
মনটা করে দেয় তাজা,  
হরেক নামে বেজায় ঠাসা
ফজলি হিমসাগর ল্যাংড়া খাসা,
বোম্বাই, চোষা, অ্যালফানসো হাসে
গরম কালে, মোদের অনেক ভালোবাসে,
কাঁচা মিঠায় দিলে কামড় মনটা হয় খুশি
ছেলে বুড়ো দোদুল দোলে, মুচকি হাসে পুষি,
জৈষ্ঠ্য মাসে জামাই ষষ্ঠী এলে
আনন্দে ভরে যায় সুগন্ধী আম পেলে,
সারা বছরই থাকে কিছু তারা
বারোমেশো নাম নিয়ে সানন্দে হয় হারা,
ফলের রাজার প্রেমের তরে
প্রতিবছর পরম আশায় থাকবো মোরা প্রাণটা ভরে ।।