কালো কাঁচের আঁধারে
ঘেরা আধার  
কেউ কোথাও নেই, নেই কোন আশা  
তলানিতে ঠেকে যায় বাঁচার শেষ চেষ্টা,
হৃদপিণ্ডের দ্রুত ওঠানামায়  
গভীর তমসাচ্ছন্ন নিশ্ছিদ্র পথ
কণ্টকাকীর্ণ ঘেরা প্রেম
হারাতে নারাজ প্রাণের স্পন্দন,
একাত্ম ভালোবাসা
কাঁটাতার ছিন্ন করে আকুতি জানায়
বাঁচতে হবে বাঁচাতে হবে
পরিপূর্ণতার পরিণতি,  
একটু একটু করে আবার
নতুন আলোয় ভরে যাক আধার
কালো কাঁচের আঁধারে
ঘেরা আধার, ঘুচবে অন্ধকার ।