ঘড়ি চলে টিক টিক টিক  
সময় বলে ঠিক ঠিক ঠিক,
মা বলে খোকা খোকা
পড়তে বোস ওরে বোকা,
সূর্য্যি মামা উঠেছে হেসে
পুবাকাশে লাল-রঙা বেশে,
চাষি চলেছে লাঙল নিয়ে মাঠে
জেলে যাচ্ছে নদীর ঘাটে,
আর দেরী করিস না খোকা
দেরী হলে সময় দেবে যে ধোঁকা,
ঘড়ি চলে টিক টিক টিক
সময় বলে ঠিক ঠিক ঠিক ।