ঘুম ঘুম নিঝুম দুপুর
হেসে খেলে কল্লোলে চলে যায়
ঝুম ঝুম তানে বাজিয়ে নূপুর
কোন অন্তহীন প্রত্যাশায়,  
নিক্কনের তালে নতুন ছন্দের অনুরাগ
দেখি দুচোখ মেলে তার রূপের যাদুময় ছায়ায়
আশাবরীর সুরে লজ্জাভরা বীতরাগ
ছলাৎ ছলাৎ ধ্বনির অপরূপ মায়ায়,
সুখ দুঃখের বোঝা নিয়ে বুকের অন্তরালে
মুচকি হাসির ফাঁকে না-বলা কত বানী
ইমনের অস্তরাগে বহে প্রাণের হিন্দোলে
কলতানের আলোড়নে কত অজানা কানাকানি ।।