ঘুমের কাজলে ঘেরা দুটো চোখ
দরজায় টুক টুক আওয়াজ
দরজা খুলতেই এক ঝলক
ভোরের হাওয়া জানালো সুপ্রভাত,
  
একমুঠো সোনাঝরা রোদ
ছুটিয়ে নিয়ে গেল
মেঠো পথ ধরে কাজল দীঘির ধারে
ঘন সবুজ ধানের শীষে,

নীল আকাশে ভেসে যাওয়া মেঘ
শ্বেত-পরীর পোশাক পরে  
হাত নেড়ে পাড়ি দিল
সুদূর অজানা সফরে,  


পাখিদের কাকলি ভরা বনতলে
শিশিরে ভেজা ঘাসে বসতেই
হারিয়ে গেল ঘেরা মনের টোপ  
শুধু রয়ে গেল ঘুমের কাজলে ঘেরা দুটো চোখ ।।