গণহত্যার অর্ধ শতবর্ষ হয়ে গেল পার
বিজয় দিবসের মহান লগ্নে
এগিয়ে চলেছে জনস্রোত  
জয়ধ্বজা হাতে নিয়ে
জয়ের গানে ভেসে যায় বাংলা-বসত ।


গণহত্যার অর্ধ শতবর্ষ হয়ে গেল পার
নিষ্ঠুরতার চরম খেলা খেলেছিল বর্বর-বাহিনী
নিরীহ মানুষের হত্যালীলায় স্বাক্ষর রেখেছিল ঠায়
অত্যাচারিত ধর্ষিত লাঞ্ছিত মা’কে
মনে পড়ে যায় মনের মণিকোঠায় ।  


ভারত-বাংলা যৌথ বাহিনীর অবদানে
বাংলা মায়ের কথা নিয়ে
আজ উচ্ছল আকাশের পূর্ব পাড়া  
নতুন সুরের পরশ দিয়ে
উজ্জ্বল হয়েছে শুকতারা ।  


ভারত-বাংলা যৌথ বাহিনীর অবদানে  
স্মরণিকায় তুলে আনে তারা
রক্তে রাঙা মুক্তি সংগ্রাম  
বিজয় রথ ফোঁটায় ধ্বনি
বৃথা যায়নি যোদ্ধাদের আত্মবলিদান ।।