প্রকৃতির মাঝে শিক্ষা দিতে
প্রতিষ্ঠিত ‘শান্তিনিকেতন’
পিতা দেবেন্দ্রের উত্তরসূরি হয়ে
প্রতিফলিত হয়েছিল তাঁরই মনন ।


প্রাচীন ভারতীয় তপোবনের আদর্শে
অনুপ্রাণিত জীবনযাত্রার ‘শান্তিনিকেতন’
‘পাঠভবনে’ শুরু হওয়া শিক্ষার পরিধি
বর্ধিত করেছিল বিশ্ব-মৈত্রীর বন্ধন ।


পদ্মানদীর বুকে ভাসমান প্রদীপের প্রজ্বলন
পরিপূর্ণতা এনে দিয়েছিল সবুজ মাখানো ‘শান্তিনিকেতন’
রবির কিরণ উদ্ভাসিত হয়ে দিগ থেকে দিগন্তে
মজেছিল বাংলা-সাহিত্যে,বিশ্বের দরবারে ‘গীতাঞ্জলী’ সন্মোহন ।


প্রেম-বিরহে কাতর স্বজনহারা রবি
খুঁজেছিল আত্মার শান্তি, যা দিয়েছিল তাঁর ‘শান্তিনিকেতন’
অন্তরের বাণী শুনিয়ে তিনি উপহার দিলেন
বাংলা তথা ভারতবাসীর এক অমূল্য রতন ।।