“জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর” ।


জীবে প্রেমের মহান আদর্শে
তুমিই জ্বেলেছিলে মুক্তাঙ্গনে প্রদীপ
এই দিন এক দীপ্ত সুধায়
জ্যোতির্ময় আলোয় এসেছিলে মোদের সমীপ,
শিকাগো শহরে তুমিই তুলেছিলে
উদ্দীপ্ত কণ্ঠের ঝড়
প্রাণের সৌরভে ভেসেছিল
জাতি-ধর্ম-বর্ণের বিভেদ ভোলার স্তর,
উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম
মুগ্ধ হয়েছিল আবাল বৃদ্ধ-বণিতা
অনুপ্রাণিত হয়ে জয়ধ্বনি দিয়েছিল তারা
তোমার সম্ভাষণের মহিমান্বিতা,
গড়েছিলে নিজেকে সব ছেড়ে ডুবে নিরহংকারে
অগণিত শিস্যের চোখে তুমিই ছিলে রামকৃষ্ণের প্রাণ
ব্রহ্মসঙ্গীত রচে ছিলে তুমি জীবন-সুরের ঝংকারে  
বেজেছিল সে গান হয়ে সবার পরিত্রাণ,


এই পুণ্য প্রভাতে স্মরি তোমায় হে মহা-মানব
আহ্বান করি মোদের মাঝে ফিরে এসো আবার
নতুন করে দর্শন করাও পথ-ভ্রষ্ট সমাজের
মঙ্গল হোক সবার ।।


      ***


( স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি )


      ***