হেমন্তের শিরশিরে শেষ বেলায়, গোধূলির রক্তিম আভায়,
সবুজ বনরাজির মাঝে দুটি কবুতর আনন্দ প্রভায়,
ভালোবাসার কথা কয় চোখে চোখে অপার মুগ্ধতায়,
ঘুঁচিয়ে মনের কালো, জাগিয়ে আলো এক অভিরূপতায় ।


ঘনায় আঁধার, এবার ফেরার পালা আপন কুলায়,
ছুটে চলে তারা সন্ধ্যার আবেশে দোদুল দোলায়,
ছোট্ট নীড়ে চাঁদের মধুর আলোয় স্বপ্ন ভুলায় ।।