হয়তো কেউ
নিজস্ব মনের মুগ্ধতায়
সেদিন ভিজেছিল বৃষ্টির ছোঁয়ায়  
ফুলেল সুরভিতে পেতে চেয়েছিল
একমুঠো ভালোবাসা শুভ্রতার ধোঁয়ায় ।


হয়তো কেউ
হারিয়ে গিয়েছিল
নীরবতার আড়ালে
বুকের আকাশ খুঁজে ফিরেছিল
লুকানো পিপাসার ঠিকানায় প্রেমান্তরালে ।


হয়তো কেউ
চাওয়া-পাওয়ার খেলা খেলেছিল
বিদ্যুতের ঝলকে অদম্য উদ্যমতা
কালো মেঘের গভীরতায় এসেছিল  
শরীরে ঝড়ো হাওয়ার উদভ্রান্ততা ।    


হয়তো কেউ
প্রতিটি শিরা উপশিরাকে জানান দিয়ে
থামিয়েছিল দাপটের বৃষ্টি
আকাশ জুড়ে উঠেছিল
সাত রঙে রাঙানো রামধনু সৃষ্টি ।


হয়তো কেউ
দু’চোখের মায়ায় হারিয়েছিল
দীঘির জলে ছলছলানো প্রতিচ্ছবি
আশা-আকাঙ্খার বেড়াজাল এঁকেছিল
একমুঠো ভালোবাসার জলছবি ।।