আকাশ জুড়ে হাসির খেলায়
মেতেছিল পূর্ণিমার চাঁদ
সুললিত ঘন গাছ গাছালির মাঝে
ইমন আর কল্যাণের যুগল-বাঁধ,  
ঝিরঝিরে জোনাকি বৃষ্টি
কাশফুল দোলের ছন্দে উত্তাল দুটি হৃদয়
হঠাৎ উড়ে আসা একটুকরো কালো মেঘ
মিষ্টি হাসি ঢেকে হয়েছিল নির্দয়,
আকাশ কেঁপে ঝড়ের দাপট
আঁধারে অবিন্যস্ত একগোছা চুল
বালুকণায় সুপ্ত ছিল মনের আবেশ
সোঁদা মাটির গন্ধে শুধু রজনীগন্ধা ফুল,  
শেষ হয়েও শেষ হয়নি সুরের রেশ
শরতের জয়গাঁথা ভরে চলে আনন্দ নিকেতন
একগুচ্ছ সোনালী ভালোবাসায়
কালো মেঘ সরিয়ে দিয়েছিল জ্যোৎস্নার প্লাবন,
চন্দনী রূপ মাখামাখি হয়ে    
উছলে পড়েছিল খুশির আলো
দুটি মনের পাখায় উদ্বেলিত প্রাণ  
বলে চলেছিল ইমন কল্যাণের এসরাজ জ্বালো ।।