সারা শরীরে সোনালী জ্যোৎস্নার জড়িবোনা চাদর
একাত্মতায় মগ্ন হয়ে দেখি
দীঘির টলটলে জলে  
পরিপূর্ণ একথালা মায়াবী চাঁদ,
ভাসমান মেঘের পর্দা সরিয়ে
ঝলমলে রাতের সুবাস ছড়িয়ে  
আচ্ছন্নতার মায়াজালে আবদ্ধ
চন্দ্রিমা, শশীকলা, চন্দ্রা,
অদৃশ্য যাদুর ছোঁয়ায় সারা রাত
খেলে বেড়ায় রজনিগন্ধার দল
চন্দনে মাখা স্বপ্নিল পৃথিবী চারিধার
টলটলে জলের পরিপূর্ণ থালা আজ শুধু আমার,
অকস্মাৎ তাপের স্পর্শে ভাঙ্গে মোহের আঁধার
উধাও হয়ে যায় দীঘির টলটলে জল
পরিপূর্ণ একথালা মায়াবী চাঁদ  
তখন পূব আকাশ জুড়ে লালাভ কিরণ ।।