যে রূপেই দেখি তোমায়
তুমি অপরূপা, না হয় অনন্যা
কখনো চোখে ভরা পূর্ণিমার চাঁদের প্লাবন
তখন তুমি ভালোবাসার প্রেরণা  
কখনো দৃশ্যে অমাবস্যার বাঁকা চাঁদ
তখন তুমি ছলনাময়ী ছলনা ।  


নৃত্য-গীতের তালে তালে
বারংবার ধরা পড়ে যাও মায়াবিনী
কখনো আমার নিভৃত মনের আয়নায়
তখন তুমি স্বপ্নের ঝড় আহরণী  
কখনো বিশুদ্ধতার হারানো মায়ায়
তখন তুমি এক চিলতে সবুজ সঞ্চারিণী ।।