যেতে যেতে...  
তার সাথে হতো দেখা
বসন্তের রঙিন ছায়ায়
কনে দেখা আলোর রেখা,


সর্বাঙ্গে তার লাল আবির রঙা
শাড়িতে মোড়া অপরূপা
অস্ত-রাঙা সূর্যের কান্তিতে
দেহবল্লরিতে এঁকে দিত অনন্য স্বস্তিকা,


দীঘির টলমলে জলে
পড়তো তার যৌবনোচ্ছল অবয়ব
বিহ্বলতায় আচ্ছন্ন হয়ে
আলিঙ্গনাবদ্ধ হতে যেতেই চারিদিকে উঠত রব,

তারপর কালো চাদর বিছিয়ে  
কোথায় হারিয়ে দিল সে প্রেম
জানিনা কিসের টানে জাগে আবার অনন্ত আশা
যেতে যেতে দেখব গোধূলি লগনের লেনদেন ।।