ফুটপাতের এক পাশে
ইটে গড়া উনুনে বসানো
একটি লোহার তাওয়া,
উনুনে নেই কোন আগুন
তাওয়াতেও নেই কোন ভাজা রুটি ।    
ধুলো বালি মাখা
অর্ধনগ্ন শিশুদুটি
করুণ চোখে চেয়ে থাকে  
এবড়ো খেবড়ো থালাদুটির দিকে ।  
পাশের রেস্টুরেন্ট থেকে ভেসে আসে  
ধোঁয়া ওঠা মাংসের সুবাস,
জ্যোৎস্না রাতে আকাশের দিকে তাকিয়ে
তারা অবাক,  
তাদের কাছে তখন  
“পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি” ।।