ছন্দের তালে তালে
ওঠা নামা করে জীবনের গান
সুরের ছন্দে কখনো কাটে মাত্রা  
কাটে বোল, কেটে যায় মনের তান ।

তবু, ছন্দ ব্যাতিত হয় না চলার গতি
হয় না জীবন পূর্ণ
মনের খাতা স্তব্ধ হয়ে যায়
সুললিত ভঙ্গিমা জীর্ণ ।


ভালো মন্দ সবেতেই ছন্দ  
খেলে যায় জীবনের পাঁকে পাঁকে
পঙ্কিল পথে ছন্দ মাখা দ্বন্দ্ব  
জড়ায় মন-প্রাণের বাঁকে বাঁকে ।।