যাত্রী বোঝাই তরী
ভেসে চলেছে ঐ সুদূরে ...
প্রতিচ্ছবি এঁকে এঁকে চলেছে
নদীর বুকে ছলাৎ ছলাৎ সুরে ...,


জল-ঢেউয়ের কলতানে
মুখরিত হচ্ছে যাত্রীদের কলরব
সুখ-দুঃখের ভাষায় ফুটে উঠছে
জীবন সৈকতের সমন্বয়-রব,


মনের অন্তরালে কেঁপে যাচ্ছে
রাগ-রাগিণীর মান-অভিমান
প্রতিচ্ছবিতে ঐ তো দেখা যাচ্ছে
টলোমলো ছবি, যাত্রীরা ভাসমান,


গানের সুরে বোঝায় মাঝি
এবার সামাল সামাল
এমনি করে গো হবে তোমাদের  
জীবন-তরী পারাপার বামাল,  


যাত্রী বোঝাই তরী
ভেসে চলেছে ঐ সুদূরে...
প্রতিচ্ছবি এঁকে এঁকে চলেছে
নদীর বুকে ছলাৎ ছলাৎ সুরে ... ।।