জীবনের প্রতিটি ধাপ
ওঠা নামা করে জটিলতার জালে
রক্তের প্রতিটি কণা
ঘেরে কোষের প্রতিটি অনুপরমাণু ।  


সাগরপাড়ে অজস্র বালুর স্বর্গ
একবার গড়ে একবার ভাঙ্গে
তবু আশার নেই শেষ
জীবন অকারণে বুক বাঁধে ।

দূর হতে কণ্ঠ আসে
জীবনের পাতায় পাতায় ভেসে  
‘হাল ছেড়ো না বন্ধু এগিয়ে চলো
স্বপ্ন দেখো, বাস্তবে কিছু পাবে বলে’ ।


আঁধার ঘুচিয়ে জীবন ছুঁতে চায় আকাশের নীল
ক্ষুদ্র ক্ষুদ্র রক্তের কণাগুলো ভেসে যায় সাম্যের দেশে
ঘরের নিরালা থেকে মুক্ত সমীরণে, নব জাগরণে  
‘মানবতাই পরম ধর্ম’ যদি জাগে মনে ।।