যায় আসে কূলে জলরাশি
জোয়ার ভাঁটার টানে
ভাসে কত খড়কুটো
কেবা থাকে তার সন্ধানে ।


ভরা শাওনের খেলায়
মাঝি গেয়ে যায় গান
পড়ন্ত রোদের বেলায়  
খড়কুটো জড়িয়ে ধরে আপ্রাণ ।


রক্ত রাগের শেষ ছটায়
বিকশিত হয় পদ্ম পাতায় জল
পাখিরা ফেরে নীড়ের টানে
জোয়ার ভাঁটা আনন্দে কলকল ।।