আবার যদি ফিরে পেতাম
হাটি হাটি পা পা বেলা
খোলা আকাশ তলে হারিয়ে যেতাম
শালিক চড়ুই কাঠবিড়ালির সাথে মজার খেলা,
আবার যদি ফিরে পেতাম
হারানো পাঠশালার অঙ্গন
একরাশ কচি মুখের হাসি কলরবে
সুশীতল গাছের ছায়ায় ঘেরা প্রাঙ্গণ,
আবার যদি ফিরে পেতাম
হাঁসের সারির পিছু ধাওয়া করা দুপুর
বুনো ফুলের গন্ধ মাখা সূর্য ডোবা বিকাল
সন্ধ্যা নামা আঁধারে খুশির আমেজে ভাসা নূপুর,
আবার যদি ফিরে পেতাম
ঘুড়ি কাটার আনন্দে খুনসুটির পালা
কালবোশেখির ঝড়ে আম কুড়ানোর ধূম
ধানের শীষের আগায় ফড়িং-এর মালা,  
আবার যদি ফিরে পেতাম
মায়ের স্নেহভরা আঁচলের পরশ
বকুনির সাথে মিষ্টি আদরের ছোঁয়া  
মনের অন্দরে কুরে কুরে খায় শৈশবের হারানো হরষ ।।