শান্তির বারি-ধারায় কাটবে মোহ পাপ
যদি সংকীর্ণতার হয় অবসান,
মধুর তানে হৃদয় হতে বিস্মৃত হবে সকল তাপ
উদার সুরে বাজবে আনন্দের গান ।  


নব ঐক্যতানে সাম্যের সুরে ভাঙবে কুটিল তিমিরতা
যদি খোলে হাতে হাত রেখে পবিত্র মনের দোর,
মানব-মনে উদয় হবে মানবতা আর উদারতা  
আঁধারের পর্দা উন্মোচনে আসবে নতুন উদ্ভাসিত ভোর ।


নিবিড় পুলকে অন্তরের কুঞ্জ বিতানে জ্বলবে আলোর শিখা
যদি আশার প্রদীপ করতে পারে হিংসা-দ্বেষ জয়,
খুশির স্রোতে ভাসবে তরী দূর হতে দূরে সুখ-কলতানে
গড়ে উঠবে নব পৃথিবী নব ঊষায় নব অভ্যুদয় ।।