রাতের জমাট অন্ধকারে
যদি গভীর ভাবে কান পাত
শুনতে পাবে পৃথিবীর বুকে
জমে থাকা পাথরের কান্না,
হাতের স্পর্শে আদর করে
যদি পাথরের বুক খোদাই কর
দেখতে পাবে তার আকুলতা
লুকিয়ে রাখা কত যন্ত্রণা,  
মন-প্রাণের বিহ্বলতায়
যদি কৌতূহলে জিজ্ঞাসা কর
দেখবে অনেক কিছু বলতে চায় সে
ছাড়িয়ে যাওয়া অসহ্যের সীমানা,
শত সহস্র সন্তানের মায়ের কোলে
যদি জন্মায় সাদা কিংবা কালো
বন্ধনে একাত্মতার চেষ্টা পাবে স্বচ্ছ অথবা অস্বচ্ছ
ভেদাভেদ রক্তপাতের বিড়ম্বনা ।।