জ্যোতির্ময়ী দেবী তুমি জগদ্ধাত্রী মাতা
বিশ্বধাত্রী, বিশ্বপ্রসূতি রূপিণী জগতের জননী
অনিন্দ্যমূর্তি ধারিণী দেবী তুমি
চতুর্ভুজা, সিংহবাহিনী, ত্রিনয়নী ।


উপনিষদে তুমি মাতা উমা হৈমবতী
শূলপাণি রচিত গ্রন্থে তুমিই জগদ্ধাত্রী, এসেছিলে রণে
মহাদেবী, ব্রহ্মময়ী, পরমযোগিনী
বহুনামে পরিচিতা তুমি সর্ব জন-মনে ।


কার্তিক মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পূজিতা
মঙ্গলময়ী রূপিণী তুমি জগতের শান্তি-দাত্রী
শাস্ত্রমতে দেবী দুর্গার অপর এক রূপ তোমার
নদীয়া-অধিপতির আবেশের দেবী মা জগদ্ধাত্রী ।


দুর্গাপূজার একমাস পর ধরাধামে এলে
স্বপ্নাদৃষ্ট দেবী হয়ে হল তোমার পূজার প্রচলন
সপ্তমী,অষ্টমী, নবমী পূজার অঞ্জলি একসাথে দিয়ে
নবমীর দিনে রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে করলেন তোমায় বরণ ।।