স্বপ্ন দেখে জীবন যখন
নিজ নিজ পথ চলার কর্মে
বিকিয়ে যায় স্বপ্ন তখন
মনুষ্য-জীবন ভেদাভেদ ধর্মে ।


প্রজ্বলিত হোক নতুন আলো
মানবতা শৃঙ্খলতার বন্ধনে
ঘুচুক কলুষতার আঁধার কালো
একতা নীতিবোধের জাগরণে ।


সব বিদ্বেষ বাধা যাক সরে দূরে
হাতে হাত রেখে মুখরিত হোক জয়গানে
শান্তির বারিধারায় উজ্জ্বলতা ভরুক সুরে সুরে  
মঙ্গল মন্ত্রে মন্দ্রিত নবতানে ।


নির্মলতার মাধুরীতে বিকশিত হোক জীবনে দেখা স্বপ্ন  
সফলতায় পরিপূর্ণ হোক নিজ নিজ কর্ম
হৃদয়ে ভালোবাসার আলিঙ্গনে মগ্ন
ঐক্যতা আর সততায় আসে মানব-ধর্ম ।।