মেঘের আঁচল ছিঁড়ে
এক মুঠো রোদ্দুর
ভাসিয়ে নিয়ে এল
দিগন্ত-ছোঁয়া সবুজ ধানক্ষেতে,
চুপি চুপি একটু দাঁড়াতে বলে
কোথায় পাড়ি দিল সে কে জানে... ?
ভেসে এল এক টুকরো মেঘ
কালো ওড়না উড়িয়ে,
মুচকি হাসি হেসে
দামামার তালে তালে
নতুন সুরে নতুন আবেশ ছড়িয়ে
রিম ঝিম ঝিম নূপুরের ধ্বনি তোলে,  
নিমেষে ভিজিয়ে দিল শরীর-মন  
মায়াবী মায়ার আচ্ছন্নতায়  
প্রেমের উচ্ছলতায়  
খুঁজি সেই এক মুঠো রোদ্দুরকে,  
তখন সে কোথায় ...?
শীতলতার পরশ নিয়ে
বসে থাকি নির্জনে
তারই অপেক্ষায় ঘরে ফেরার তরে ।।