বাহক লক্ষ্মী-পেঁচায় চেপে
এসো মা লক্ষ্মী মোদের ঘরে
কমলাসনে প্রদীপের বিচ্ছুরণে
বসো মা ঘর আলো করে ।


মমতাময়ীর পরনে ঝলমলে লাল শাড়ি
টকটকে লাল সিঁদুরে উজ্জ্বল সিঁথি
সারা শরীর গহনায় ভরা
গাছকৌটো আর ধানের শীষে ধরা দেয় ঐশ্বর্য-বীথি ।

পান-সুপারি, ধূপ-ধূনা দিয়ে, শঙ্খ বাজিয়ে
প্রজ্বলিত শিখায় তোমায় বরণ করি  
চরণতলে,আম্রপল্লবে সাজানো ঘটে
ভক্তিভরে পুষ্পাঞ্জলিতে মনস্কামনা ভরি ।


পাঁচালির সুমধুর ছড়ায়
সারারাত করি তোমার আরাধনা
তুমি মা লক্ষ্মী করো আশীর্বাদ
এ জগতে নারীজনে দাও যোগ্য সন্মাননা ।।