সৈনিকের অস্ত্র যখন হয় কলম
তখন সে হয় কলম সৈনিক
কলমের গতি যখন হয় তীব্র
তখন প্রস্তুত হয় তরবারি অলীক ।


লক্ষ লক্ষ সৈনিক গড়ে মৈত্রীর সেতু
বাঁধে সাম্য আর অসাম্যের আলিঙ্গন
লেখনীর গতিতে ঝড় তোলে
কলমে দুর্বার বন্ধুত্বের বন্ধন ।  


সৈনিকের তরবারির আঘাতে
ধ্বনিত হয় অনন্ত প্রতিবাদের ভাষা
প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দনে
কলমের খোঁচায় জেগে ওঠে নতুন ভালবাসা ।


জ্ঞানের বাণী বরিষ ধারায় ছড়িয়ে
কলম সৈনিকেরা সমৃদ্ধ করে জনমানস
বিকশিত অন্তরে বিচরণ করে চলে
আবালবৃদ্ধবণিতার চিত্তে হরষ ।


জাগবে বিবেক ঘুচবে কুসংস্কার  
শানিত কলম সরিয়ে দেবে সমস্ত আঁধার
মানুষের মনে বিরাজিত হবে প্রকৃত মাধুর্য
এগিয়ে যাবে কলম সৈনিকের বিজয় গর্বের ভার ।।