কলমের খেলা
চলছে মোদের
মোরা কলম সৈনিক,  
হারি জিতি
নাই কভু লাজ
মোরা সবাই নির্ভীক ।
আমরা সবাই
একসাথে রই
ভঙ্গ দেইনা রণ,
তালে তালে
উচ্ছল  প্রাণ
নাচে স্বপ্নিল মন ।
খেলছি সবাই
এতেই মজা
সাহিত্যের তাগিদে,
বাংলা-কবিতা পরিবার
বেঁচে থাকুক
এমনি করে সর্ববিদে ।